অসভ্য বাঙালি যারা আইনকানুন মানেনা, জনস্বার্থে বিঘ্ন ঘটায়, রাহাজানি-ডাকাতি করছে তাদের বিভিন্নভাবে কেলানি দিয়ে ঠিক করতে দেখছি। খুব ভালো। কেলানি দেয়ার ধরণ দেখে খুব শান্তি লাগে। মনে হয় এইভাবেই অসভ্যদের সভ্য করা উচিত।
মিডিয়ায় বিষয়গুলো পজিটিভলি আসে। কোনো নেতিবাচক কথা হয়না। খুব ভালো। তবে জনস্বার্থ নিশ্চিন্তে অন্যান্য কতৃপক্ষের একই স্টাইলের ভূমিকা অনেকেই দেখছি মেনে নেয়না। এটা আবার বাঙালির দ্বিচারিতা। এই দ্বৈত আচরণের কারণে সমন্বিত প্রচেষ্টা নেয়া যায়না। একপক্ষ কেলানি দিলেও অন্যপক্ষ এই বিষয়ে কাজ না করায় আবারও আগের সবকিছুই বহাল থাকে। কেলানি দিয়ে সব ঠিক করা আবার আইনসিদ্ধ না।
শৃঙ্খলা রক্ষা করতে সামাজিক আন্দোলন দরকার। কেলানি টেকসই পন্থা নয়।
আলীনুর খান, এর ফেইজবুক থেকে দেওয়া।