শেখ আজমল হুদা, ভালুকা প্রতিদিন:
ময়মনসিংহের ভালুকায় মুরগীর লিটার অব্যবস্থাপনার অপরাধে ভ্রাম্যমান আদালত সিপি বাংলাদেশ এর ১২ নম্বর প্লান্টে ২ লাখ টাকা জরিমানা করে। সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মো. ইকবাল হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ফিডব্যাক শুনানী গ্রহণ করেন। ফিডব্যাক শুনানীকালে ওয়েসিসি এগ্রোর অগ্রগতি সন্তোষজনক, প্যারাগণের অগ্রগতি মোটামুটি সন্তোষজনক পাওয়া গেলেও সিপি বাংলাদেশ এর ১২ নম্বর প্লান্টে অগ্রগতি চরম অসন্তোষজনক প্রতীয়মান হওয়ায় ভ্রাম্যমান আদালত ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন বলেন, মুরগীর লিটার অব্যবস্থাপনার অপরাধে সিপি বাংলাদেশ এর ১২ নম্বর প্লান্টে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে, এই অভিযান অব্যাহত থাকবে।