নিজস্ব প্রতিবেদক, ভালুকা প্রতিদিন :
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে মানুষের কঙ্কাল সহ মো. মাসুদ রানা (২২) কে তিনজন মানুষের কঙ্কালসহ শুক্রবার (২০জুন) সকালে আটক করেছে যৌথবাহিনী।
সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তিনটি স্কুল ব্যাগ ভর্তি মানব কঙ্কাল গুলো বিক্রির জন্য মো. মাসুদ সহ আরও দুইজন ঢাকা যাচ্ছিলেন। উপজেলার মেহেরাবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকায় বাসে উঠার সময় পযৗথবাহিনীর চেকপোস্ট তল্লাশি টিমের কাছে সন্দেহজনক হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ ও ব্যাগ গুলো তল্লাশি করতে চাইলে তারা দৌড়ে পালাতে চায়।
এ সময় স্থানীয়দের সহযোগিতায় মেহেরাবাড়ী এলাকা থেকে মাসুদকে আটক করা হয় এবং অন্যজন পালিয়ে যায়। পরে ব্যাগে তল্লাশি করে তিনটি মাথার খুলি, মানব দেহের ৩৪টি হাড়সহ হাতের জেেন্টর হাড়, কোমরের হাড়ের অংশ, বুকের পাজর, চুয়াল ও শরীরের বিভিন্ন অংশের হাড়ের টুকরা ১০০টি সহ কঙ্কাল গুলো জব্দ করে ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়।
ভালুকা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার জানান, থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী (ভালুকা ক্যাম্প) চেকপোস্ট বসিয়ে মেহেরাবাড়ী এলাকায় তল্লাশির সময় মানুষের কঙ্কাল সহ মাসুদকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটককৃত মো. মাসুদ রানা’র বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের ইউসুফ আলীর ছেলে। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা থেকে মানুষের কঙ্কাল নিয়ে ঢাকায় বিক্রি করেন। সে একজন কঙ্কাল চুর চক্রের সদস্য।
স্থানীয়রা জানান, মেহেরাবাড়ী বাইতুন নূর জামে মসজিদের গোরস্থান থেকে কয়েকটি কবর থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে।
উল্লেখ্য, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবনকোঠা সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় এক মাস আগে একটি গোরস্থান থেকে একরাতেই পাঁচটি কঙ্কাল চুরি হয়েছিল।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন আহমেদ ভালুকা প্রতিদিনকে বলেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিলো-৫ নাইট উিউটি করা কালে সেনাবাহিনীর একটি টহল দলসহ চেকপোস্ট করাকালে মো. মাসুদ রানাকে তিনটি মানুষের কঙ্কালসহ আটক করে থানায় নিয়ে আসেন। আসামীর বিরুদ্ধে মানুষের কঙ্কাল পাচার অপরাধে মামলা দায়ের করা হয়েছে।