নিজস্ব প্রতিবেদক, ভালুকা প্রতিদিন:
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা বাকসাতরা এলাকায় ভিআইপি পরিবহনের (ঢাকা মেট্টো- ব ১৩-০৪৮৭) বাসটি উল্টে রোববার (১৫জুন) বিকালে গাড়ীর সুপাইভাইজার অজ্ঞাত (২৬) ঘটনাস্থলেই নিহত হয়।
গাড়ীতে থাকা প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছে। আহতদেরকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
গাড়ীতে থাকা যাত্রী বলেন, মোছা. মনি (২২) বলেন, আমার মেয়েসহ চারজন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থেকে গাজীপুরগামী ভিআইপি পরিবহনে উঠি। বাসটি ভালুকা সিএনএস নামক সিএনজি পাম্পের সামনে একটি সিএনজি অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে ডিভাইডারের উপরে উঠে উল্টে যায়। আমার মেয়ে আছিয়া (৪) সহ অন্তত ৩০ জন আহত হয়েছে এবং হেলপার সাথে সাথে মারা যায়।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘‘ভালুকা বাকসাতরা নামক স্থানে ভিআইপি পরিবহন গাড়ীটি উল্টে একজন হেলপার (অজ্ঞাত) নিহত হয়েছে, দূর্ঘটনা কবলিত বাসটি থানায় আনা হয়েছে।’’