ভালুকা প্রতিদিন:
ময়মনসিংহের ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে সাবিনা আক্তার (৪২) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানার পুলিশ। স্বামী স্বপন মিয়া পলাতক রয়েছে।
রবিবার (৮জুন) দুপুরে উপজেলার সিডস্টোর বাজার আল-আমিন খান নয়ন এর ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
জানা যায়, ঈদের দিন থেকে নিহত ও নিহতের স্বামীর মোবাইল ফোন বন্ধ থাকায় সিডস্টোর বাজার ভাড়া বাসায় স্বজনরা খোঁজ নিতে এসে ঘরটি বাহির থেকে তালাবদ্ধ পায়। পরে জানালার ফাঁক দিয়ে ঘরের মেঝেতে নিহতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
নিহতের ছোট ভাই সাদ্দাম হোসেন জানান, তার বোনকে পরিকল্পিত ভাবে হত্যা করে তার বোনজামাই স্বপন মিয়া ঘরটি তালাবদ্ধ করে নিরবে পালিয়ে গেছে। এ ঘটনায় সাবিনার পরিবার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারীর কঠিন শাস্তির দাবি করেন।
বাড়ির মালিক আল-আমিন খান নয়ন জানান, নিহত সাবিনা আক্তার তার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোষাক কারখানায় চাকরি করতেন। বেশ কিছু দিন যাবৎ স্বামী-স্ত্রীর মাঝে কলহ চলছিল।
নিহত সাবিনা আক্তার ময়মনসিংহ জেলা ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের তিরখী গ্রামের রুহুল আমীনের মেয়ে পার্শবর্তী ইশ্বরগঞ্জ উপজেলার উঁচা খিলা ইউনিয়নের কোটের চড় এলাকার আব্দুল বারেকের ছেলে স্বপন মিয়ার সাথে বিয়ে হয় এবং তাদের তিনটি সন্তান রয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, তালাবদ্ধ ঘর থেকে এবটি নারীর মৃতদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, তদন্তসাপেক্ষে জানাাযাবে এটি হত্যাকাণ্ড কিনা। এ রির্পোট লিখা পর্যন্ত মামলার প্রস্তুুতি চলছে।