নিজস্ব প্রতিবেদক, ভালুকা প্রতিদিন:
ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি পৌরসভার ৯নং ওয়ার্ডের কাঠালী এলাকায়। ৪ জুন বুধবার উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ বিষয়ে উভয় পক্ষ ভালুকা মডেল থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের করেছেন।
কামরুল ইসলাম ঢালী জানান, প্রতিপক্ষ বাটারফ্লাই ম্যানুফ্যাকচারিং কোম্পানীর সহযোগিতায় আমান উল্লাহ খান মাখনের নির্দেশনায় মাহবুবুল আলম দুলু জোরপূর্বকভাবে আমার পৈত্রিক জমি দখল করতে পায়তারা করছে। আমার জমির সীমানার কাটাতারের বেড়া ভেংগে দিয়েছে এবং আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের জন্য সালিশ বসলেও কোন সমাধান হয়নি। ভালুকা পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুবুল আলম দুলু বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি প্রক্রিয়াধীন আছে।
এছাড়াও উল্লেখিত বিষয়ে ভালুকা মডেল থানা থেকে উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য বলা হলেও থানার নিষেধাজ্ঞা অমান্য করে গত ৩০ মে বৃহস্পতিবার রাতে মাহবুবুল আলম দুলুর নেতৃত্বে আমাদের উপর সন্ত্রাসীরা হামলা ও ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে। একইভাবে আজকেও দুলুর নেতৃত্বে একদল সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর হামলা চালায় ও ভাঙ্চুর করে আমার লোকদের মারধর করেন।
মাহবুবুল আলম দুলু ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির জানান, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য বলা হয়েছে।