শেখ আজমল হুদা, ভালুকা প্রতিদিন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ ভালুকায় শুক্রবার (৩০ মে) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহাম্মেদ এর সভাপতিত্বে মজিবুর রহমান মজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোর্শেদ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন সরকার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক রুহুল আমিন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান মামুন প্রমুখ।
অপরদিকে ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল এর উদ্যোগে, ভালুকা উপজেলা যুবদলের আয়োজনে শহীদ প্রেসিন্ডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও দোয়া মাহফিল ভালুকা সরকারি কলেজ জামে মসজিদ অনুষ্ঠিত হয়েছে।
একই দিনে ভালুকা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে পৌর ছাত্রদলের আহবায়ক মিয়াদুল হক খান এর আয়োজনে দোয়া মাহ্ফিল, আলোচনা সভা ও পথচারীদের মাঝে খাবার বিতরণ হয়েছে।