নিজস্ব প্রতিবেদক, ভালুকা প্রতিদিন:
ফ্যাসিস্ট সরকারের সাজানো জঙ্গি নাটকে আটক শাফিউর রহমান ফারাবী, কবি ও সাহিত্যিক মাওলানা আমীরুল ইসলাম, মুফতি শফিকুর রহমান, মাওলানা শেখ ফরিদ, ইঞ্জিনিয়ার সাইমন সহ সকল নিরপরাধ মাজলুমদের মুক্তি ও বিগত স্বৈরাচারের সাজানো জঙ্গি নাটকের সকল মিথ্যা মামলাসমূহ প্রত্যাহারের দাবিতে ‘‘বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন’’ নামের ব্যানারের আয়োজনে শুক্রবার (৩০ মে) বাদ জুমা, ঢাকা বায়তুল মোকাররম উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেন, আওয়ামী সরকারের দায়ের করা মিথ্যা মামলায় আটক দল-মত, দলীয়-নির্দলীয় নির্বিশেষে সব মজলুম কারাবন্দিদের আদালতের মাধ্যমে জামিন ও সব মিথ্যা মামলা প্রত্যাহার করে আলেমদের মুক্তি দিতে হবে। যাদেরকে হাসিনা সরকার আয়নাঘরে বন্দি করে রেখেছে, তাদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। যদি তাদের মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা মনে করব এখনো দেশ জুলুমের শাসনমুক্ত হয়নি।
আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় নিরপরাধ অনেক আলেমকে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হয়েছে পতিত সরকাররে আমলে। নতুন বাংলাদেশে এসব মামলা আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্তরায়।
আসন্ন ঈদুল আজহার ঈদের আগেই নিরপরাধ আলেমদেরকে নিঃশর্ত মুক্তির দাবি জানান বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের নেতারা।