শেখ আজমল হুদা, ভালুকা প্রতিদিন:
ময়মনসিংহের ভালুকায় ইমাম উলামা পরিষদের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ইমাম উলামা পরিষদ ভালুকা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২২মে) উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন চলে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।
সম্মেলনে ইমাম উলামা পরিষদ ভালুকা উপজেলা শাখার সভাপতি আল্লামা আব্দুল মাজিদ (দা. বা.) এর সভাপতিত্বে ও ইমাম উলামা পরিষদ ভালুকা উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক আল্লামা মুফতি বশির উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বড় মসজিদের খতিব আল্লামা আব্দুল হক (দা. বা.), উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবর রহমান মজু, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সদস্য মুস্তাফিজুর রহমান মামুন। বক্তব্য রাখেন আল্লামা মুফতি ফজলুল করিম, শাইখুল হাদিস আল্লামা আব্দুল মাজিদ (দা. বা.), মাওলানা আলমগীর কাসেমী, মুফতি আমান উল্লাহ, মাওলানা এহছানুল হক, হাফেজ মাওলানা আবু রাহাত কামাল, মাওলানা শরিফুল ইসলাম শরিফ, মুফতি ইয়াছির আরাফাত প্রমুখ। সম্মেলনে উপজেলার বিভিন্ন মসজিদের প্রায় তিনশত আলেম, ইমাম ও খতিব অংশ গ্রহণ করেন।