৭ থেকে ১০ দিনের মধ্যে ভোজ্যতেলের বাজার স্থিতিশীল হবে বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
বেক্সিমকো শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধ বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ভোজ্যতেল নিয়ে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, এখন বাজারে শুধু ভোজ্যতেলে সমস্যা বিরাজ করছে। রমজানের পণ্য খেজুর, ছোলা, ডাল ও চিনির বাজারে কোনো সমস্যা নেই। বাজারে ভোজ্যতেলের যে সরবরাহ ঘাটতি আছে, তা ৭ থেকে ১০ দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। বাজারে অস্থিরতার কারণে পরিশোধন করে এমন কারখানার মালিকদের এককভাবে দায়ী করার সুযোগ নেই, মাঝখানে অন্যরাও আছেন। গণমাধ্যমের সংবাদের কারণেও অনেকে মজুতে অনুপ্রাণিত হন। এসব কারণে বাজারে অস্থিরতাও তৈরি হয়।