রাজধানীর মিরপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে রিপন আহম্মেদ রিংকু (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মিরপুর ২ নম্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রিপন আহম্মেদ ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের সহযোগী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি যুবলীগের অস্ত্রধারী সন্ত্রাসী।